সাংবাদিক হেদায়েতের জামিনের মেয়াদ বৃদ্ধি
দ: প্রতিবেদক
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লার অন্তর্বর্তীকালীন জামিনের সময় বৃদ্ধি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরীর আদালতে হেদায়েতের স্থায়ী জামিন আবেদন করেন তার আইনজীবী।
শুনানী শেষে বিচারক হেদায়েতের অন্তর্বর্তীকালীন জামিনের সময় ২৯ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেন। ওই দিন স্থায়ী জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন বলে জানান মামলায় হেদায়েতের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুম বিল্লাহ।
এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গত ১ জানুয়ারি বিকেলে নগরীর গল্লামারী এলাকা থেকে হেদায়েত হোসেন মোলাকে গ্রেফতার করে বটিয়াঘাটা থানা পুলিশ। গত ২ জানুয়ারি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক নয়ন বিশ্বাস হেদায়েত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৩ জানুয়ারি খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী ১৪ জানুয়ারি পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ওই দিন সন্ধ্যায় খুলনা জেলা কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করেন হেদায়েত।