সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া
খবর বিজ্ঞপ্তি
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দীনের ১৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাগফিল অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) উদ্যোগে গতকাল মঙ্গলবার আসরবাদ নগরীর স্যার ইকবাল রোডস্থ মতি মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতি মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি মো. হাফিজুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, এমইউজের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, খুলনা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল, এমইউজের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশীদ, সাংবাদিক আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, জি এম রাসেল ইসলাম, মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি মুশাররফ আনসারী, আব্দুল আউয়াল, জাহিদুর রহমান নাঈম, আব্দুর রহমান, হেলাল উদ্দিন, আব্দুল্লাহ হারুন রুমি, এসএম মঞ্জুরুল আলম, আবুল কাশেম, আব্দুল খালেক কাগুজি, হাবিবুর রহমান কাগুজি, মাহবুবুল ইমাম, আফসারুল কবীর, মাওলানা বেলাল হোসেন, রুহুল আমীন, আসাদুজ্জামান, আব্দুল করীম প্রমুখ।