সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম হাবিব। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী।
স্মরণসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল, সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সদস্য সচিব মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক শেখ মাহমুদ হাসান সোহেল, নির্বাহী সদস্য মোঃ আনিসুজ্জামান, সোহরাব হোসেন, হাসান আহমেদ মোল্লা, সোহেল মাহমুদ ও কৌশিক দে, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, এইচ এম আলাউদ্দিন, শেখ শামসুদ্দীন দোহা, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ কামরুল আহসান, মো: সাঈয়েদুজ্জামান সম্রাট, বাপ্পী খান, হারুন-অর-রশীদ, কাজী শামীম আহমেদ, দেবব্রত রায়, মো: আবু সাঈদ, এস এম নূর হাসান জনি, বিমল সাহা, সুনীল কুমার দাস, ইউজার সদস্য রীতা রানী দাস, মো. আজিজুল ইসলাম, কাজী ফজলে রাব্বী শান্ত, মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), নাজমুল হক পাপ্পু প্রমুখ।
এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক বেলাল উদ্দীনসহ নিহত সকল সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।