সাংবাদিক শেখ বেলালের ১৫ তম শাহাদাৎবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ইউনিয়ন কার্যালয়ে এমইউজের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও এমইউজের সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা।
সভায় আগামী ১১ ফেব্রæয়ারি মঙ্গলবার এমইউজে খুলনার সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দিনের ১৫ তম শাহাদাত বার্ষিকী। এ শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এমইউজে খুলনার পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১১ ফেব্রæয়ারি মঙ্গলবার মরহুমের কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত। ১২ ফেব্রæয়ারি বুধবার শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ সকল কর্মসুচিতে এমইউজের সকল সদস্যসহ কর্মরত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।