July 1, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি কেইউজে’র

খবর বিজ্ঞপ্তি
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ বিচার বিভাগীয় তদন্তের দাবিতে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেস ক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি ও বিটিভি’র খুলনা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।
সভায় নেতৃবৃন্দ বলেন, আমাদের অবস্থান সৎ সাংবাদিকতা এবং এদেশের মানুষের স্বার্থ সংরক্ষণের পক্ষে। যারা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে আংগুল ফুলে কলাগাছ হতে চায় আমরা তাদের বিপক্ষে। সাংবাদিক রোজিনা ইসলামকে ঘিরে যে ঘটনার অবতারণা ঘটেছে অবিলম্বে এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের মুখোশ উন্মোচন করার জন্য সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।
বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি ও ইউনিয়নের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মামুন রেজা, মোঃ হুমায়ুন কবির, মোঃ শাহ আলম, নেয়ামুল হোসেন কচি, অভিজিৎ পাল, নূর হাসান জনি, রকিব উদ্দিন পান্নু, আসাদুজ্জামান রিয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা শাহিন জামান পন।
এসময় উপস্থিত ছিলেন মহেন্দ্রনাথ সেন, আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স, বিমল সাহা, অরুন সাহা, আব্দুল হালিম, আনোয়ার হোসেন, এস এম কামাল হোসেন, প্রবীর বিশ্বাস, আমিরুল ইসলাম, দেবব্রত রায়, তিতাস চক্রবর্তী, ওয়াহিদুজ্জামান বুলু, কামরুল আহসান, হেদায়েৎ হোসেন মোল্লা, হাসান আল মামুন, মিলন হোসেন, আবু নূরাইন খন্দকার, আব্দুস সাত্তার, তৌহিদুল ইসলাম তুহিন, রাশিদুল আহসান বাবলু, মিজানুর রহমান মিজান, শেখ লিয়াকত হোসেন, দিলিপ বর্মন, শেখ জাহিদুল ইসলাম, আমজাদ আলী লিটন, পলাশ দত্ত, রিতা রানী মন্ডল, এস এম বাহাউদ্দিন, শরিফুল ইসলাম বনি, আবুল বাশার, মেহেদী হাসান পলাশ, হেলাল মোল্লা, জাহিদুল ইসলাম, সাগর সরকার, আব্দুর রাজ্জাক, সাংবাদিক শেখ মোঃ সেলিম, তরিকুল ইসলাম ডালিম, আমিরুল ইসলাম বাবু, শেখ ফেরদৌস রহমান, রফিকুল ইসলাম, আনওয়ার আহমেদ মুন, শশাঙ্ক স্বর্ণকার, মোঃ রায়হান মোল্লা, কায়কোবাদ বুলবুল, গোলাম রসুল, আরাফাত রাহিব, আশিকুর রহমান, মোঃ মেহেদী হাসান, মোঃ সাব্বির, আলামিন শিকদার, সৈকত দাস, ফাতেমা তুজ জোহরা টুম্পা, আরাফাত জোবেন, মোঃ আলাউদ্দিন প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *