সাংবাদিক রিয়াজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
দ. প্রতিবেদক
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য ও জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের মাতা আলেয়া বেগম এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বাদ আসর মিস্ত্রিপাড়া রসুলবাগ জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম শরীফ মো. মাহমুদুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, কেইউজে’র দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, সাংবাদিক ওয়াহেদ উজ জামান বুলু, আনওয়ার আহমেদ মুন, এস এম বাহাউদ্দিন, যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, জামিল খান, মফিজুর রহমান মফিজ, মাহফুজুর রহমান সোহাগ প্রমুখ।