সাংবাদিক রশিদ খোকনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাব : খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশিদ খোকনের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী।
স্মরণসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান, ক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, সাবেক সদস্য সচিব মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও এম এ জলিল, নির্বাহী সদস্য সোহরাব হোসেন, কৌশিক দে, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ হুমায়ুন কবীর, মরহুম সাংবাদিক হারুন-অর-রশিদ খোকনের ছেলে সাগর ইকবাল, ক্লাব সদস্য দেবনাথ রনজিৎ কুমার, এম এ হাসান, মো: সাঈয়েদুজ্জামান সম্রাট, এইচ এম আলাউদ্দিন, বাপ্পী খান, মোঃ জাহিদুল ইসলাম, দেবব্রত রায়, মোঃ আমিরুল ইসলাম, আব্দুল মালেক, ক্লাবের ইউজার সদস্য আল মাহমুদ প্রিন্স, রীতা রানী দাস, শেখ লিয়াকত হোসেন, শরিফুল ইসলাম বনি, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), হাসান আল মামুন, তিতাস চক্রবর্তী, নাজমুল হক পাপ্পু প্রমুখ।
এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক হারুন-অর-রশিদ খোকনসহ নিহত সকল সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।
কেইউজে : খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সাবেক সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার হারুন-অর-রশিদ খোকনের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিয়নের উদ্যোগে গতকাল শনিবার খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সভাপতি মুন্সি মো. মাহবুব আলম সোহাগ স্মরণ সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট।
স্মরণ সভায় বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, আহমদ আলী খান, এ কে হিরু, সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মলিক সুধাংশু, সুবীর রায়, ইউনিয়নের কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, কৌশিক দে বাপী, সাংবাদিক হারুন অর রশিদ খোকনের ছেলে সাগর ইকবাল, সদস্য তিতাস চক্রবর্তী, শরিফুল ইসলাম বনি।
এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল ও আল মাহমুদ প্রিন্স, সদস্য রাশেদুল আহসান বাবলু, দেবনাথ রণজিৎ কুমার, আমিরুল ইসলাম, মিলন হোসেন, লিয়াকত হোসেন, রীতা রানী দাস, আব্দুলাহ আল মামুন প্রমুখ।
স্মরণ সভা শেষে সাংবাদিক হারুন-অর-রশিদ খোকনসহ নিহত সকল সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মো. আল মামুন গাজী। এর আগে ইউনিয়নের সদস্যবৃন্দ প্রেস ক্লাবস্থ শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।