সাংবাদিক মো. জাকির হোসেন’র শয্যাপাশে কেইউজে’র নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সদস্য মো. জাকির হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় নগরীর শেখ আবু নাসের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসার খোঁজ-খবর নিতে গতকাল শনিবার বিকালে হাসপাতালে যান খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এসময় কর্তব্যরত চিকিৎসক ও সাংবাদিক জাকির হোসেন’র পরিবারের সাথে কথা বলে সার্বিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা।