November 30, 2024
জাতীয়

সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীরের মৃত্যু

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর মারা গেছেন। ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয় বলে তার ছেলে অপূর্ব জাহাঙ্গীর জানান। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনুসের ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাইলো ফাইব্রোসিসে (রক্তের ক্যানসার) ভুগছিলেন। হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জাহাঙ্গীর সত্তরের দশকে পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরে যুক্ত হন টেলিভিশনে। নব্বইয়ের দশকের শেষ দিকে বিটিভির লাইভ আলোচনা অনুষ্ঠান অভিমতের সঞ্চালক ছিলেন তিনি। সাংস্কৃতিক অঙ্গনেও তার বিচরণ ছিল। ঢাকার দুটি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ে খÐকালীন শিক্ষকতা করছিলেন মুহাম্মদ জাহাঙ্গীর। গণমাধ্যম ও সাংবাদিকতা বিষেয় ২৫টি বই লিখেছেন তিনি। সেই সঙ্গে তিনি ছিলেন নাচের সংগঠন নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির সমন্বয়ক, আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সদস্য। গতকাল বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে তার বাবার জানাজা হয়। আছরের পর শান্তিনগরের কুলসুম টাওয়ারের উল্টো দিকের মসজিদে হয় আরেক দফা জানাজা। পরে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *