December 22, 2024
আঞ্চলিক

সাংবাদিক মানিক সাহা স্মরণে কেইউজে’র আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সাবেক সভাপতি ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক চন্দ্র সাহার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বেলা ১০টা ৫০ মিনিটে প্রেস ক্লাব চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এরপর বেলা সাড়ে ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুষ্পমাল্য অর্পণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের নেতা মকবুল হোসেন মিন্টু, এস এম হাবিব, মোঃ সাহেব আলী, মোঃ শাহ আলম, ফারুক আহমেদ, সুবীর রায়, অমল সাহা, শেখ আবু হাসান, মোজাম্মেল হক হাওলাদার, মামুন রেজা, আনোয়ারুল ইসলাম কাজল, মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, কৌশিক দে বাপী, মোঃ হুমায়ূন কবির, কাজী শামিম আহমেদ, রকিব উদ্দিন পান্নু, আলমগীর হান্নান, এসএম ফরিদ রানা, নেয়ামুল হোসেন কচি, শামীম আশরাফ শেলী, বাপ্পী খাঁন, দেবব্রত রায়, আসাদুজ্জামান রিয়াজ, হেদায়েত হোসেন মোল্লা, এসএম কামাল হোসেন, বাবুল আক্তার, সুনীল দাস, প্রবীর বিশ্বাস, মোঃ আবু সাঈদ, এসএম নূর হাসান জনি, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, তিতাস চক্রবর্তী, দেবনাথ রণজিৎ, শেখ লিয়াকত হোসেন, শরিফুল ইসলাম বনি, এসএম মনিরুজ্জামান, সোহেল মাহমুদ, আল মাহমুদ প্রিন্স, জয়নাল ফরাজী, রীতা রানী দাস, দিলীপ বর্মণ, আসাফুর রহমান কাজল, সাগর সরকার, মোঃ শাহজালাল মোল্যা মিলন, মোঃ নাজমুল হাসান, মামুন খান, আমির সোহেল, মেহেদী হাসান পলাশ, আমিরুল ইসলাম, আব্দুল হালিম প্রমুখ। পরে হুমায়ুন কবির বালু মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সহ-সভাপতি কৌশিক দে বাপী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *