January 21, 2025
আঞ্চলিক

সাংবাদিক মানিক সাহার হত্যাবার্ষিকী উপলক্ষে যুব ইউনিয়নের স্মরণ সভা

খবর বিজ্ঞপ্তি

নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, যুব ইউনিয়নের সুহৃদ, সিপিবি’র খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য কমরেড মানিক চন্দ্র সাহার ১৬তম হত্যাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা জেলা কমিটির উদ্যোগে স্মরণসভা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জীর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সিপিবি’র মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ। বিশেষ অতিথি ছিলেন সিপিবি, জেলার অন্যতম সম্পাদক, ক্ষেতমজুর নেতা এড. চিত্তরঞ্জন গোলদার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান বাবু, নিতাই পাল, সুজিত সাহা, অধ্যাপক বিজয় মৈত্র, এড. খান আজরফ হোসেন মামুন, আফজাল হোসেন রাজু, আজিজুল ইসলাম, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার প্রমুখ।

স্মরণসভায় সিপিবি নেতা কবি সরকার ভূষণ চন্দ্র তরুণ কমরেড মানিক চন্দ্র সাহার উপর স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন। স্মরণসভায় বক্তারা বলেন, অন্ধকারের শক্তি সাংবাদিক-বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে সমাজটাকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। বক্তারা বলেন, বিচারহীনতা সংস্কৃতিই খুনিদের অপরাধ প্রবণতায় উৎসাহিত করে।

 

 

 

 

খুন-ধর্ষণ দেশব্যাপী মহামারী আকারে ধারণ করেছে : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুন, গুম, ধর্ষণ, দেশব্যাপী মহামারী আকারে ধারণ করেছে। মানুষ ঘর থেকে বের হলে ঠিকমত ঘরে ফিরতে পারবে কিনা বলতে পারবে না। আর মাদক এমন একটি আকার ধারণ করেছে যে একটি ব্যাধিতে রূপ নিয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে ২৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পূর্ব বানিয়াখামার বড় মসজিদেও সামনে বিভিন্ন শ্রেণি পেশার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, একরামুল হক হেলাল, হাসান মেহেদী রেজভী, আঃ রাজ্জাক, মাজেদা খাতুন, সাইদুর রহমান, জাকারিয়া লিটন, মাসুদুর রেজা, মোফাজ্জেল হোসেন, অহিদুল ইসলাম, ডা: ফারুক হোসেন, আল আমিন, তালুকদার প্রিন্স, আবু হানিফ, সেলিম বড় মিয়া, আবু তালেব, মাসুদ খান হিরা, মনির হাওলাদার, মোঃ ইউনুচ, আজগর আলী, জাহান আলী ও মোঃ ঈসা প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *