সাংবাদিক বাবলু রেজা’র সুস্থতা কামনায় কেইউজে
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য ও দৈনিক প্রবাহ’র মফস্বল সম্পাদক শেখ নূর গণি বাবলু রেজা গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আনোয়ারা হসপিটালে ভর্তি ছিলেন। গতরাতে খুলনার বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুমেকে ভর্তি করা হয়। এদিকে তার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির ও মহেন্দ্র নাথ সেন, যুগ্ম সম্পাদক নেয়ামুল হাসান কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নুর হাসান জনি, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।