সাংবাদিক ফারুক আহমেদ’র পিতার মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিজয় টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার ফারুক আহমেদ’র পিতা নূর মোহাম্মদ মঙ্গলবার রাত ৯.৩০ মিনিটের দিকে ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি চার পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার ফজর বাদ ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টর পার্ক মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের জানাজায় দেড় সহস্রধীক লোক উপস্থিত ছিলেন। বেলা ১১টায় উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
এদিকে সাংবাদিক ফারুক আহমেদ’র পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী।