December 22, 2024
আঞ্চলিক

সাংবাদিক ফরিদ রানাকে জীবননাশের হুমকি : জিডি

 

 

 

দ: প্রতিবেদক

খুলনা প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, দৈনিক তথ্যে’র স্টাফ রিপোর্টর সাংবাদিক এসএম ফরিদ রানাকে জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে। এঘটনায় বৃহস্পতিবার রাতে বটিয়াঘাটা থানায় জিডি হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার গাওঘরা বাজারে খেয়াঘাটে সংলগ্ন চর ভরাটিয়া জমিতে জনৈক চঞ্চল পাল স্থানীয় কতিপয় লোকের ইন্দনে মিষ্টির কারখানা তৈরী করছিলো, এমন সংবাদ পেয়ে পানি উন্নয়ন বোর্ডের শেকশান অফিসার ঘটনাস্থলে যেয়ে কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় দোষারোপ করে স্থানীয় ইউপি সদস্য মাসুদ বিশ্বাস ক্ষিপ্ত হয়ে গত ২৫ জুন গাওঘরা বাজারে জনস্মূখে হুমকি প্রদান করে সাংবাদিক ফরিদ রানার হাত-পা ভেঙ্গে এবং জীবনেরতরে শেষ করে ফেলবো, ওই কাজ বন্ধ করিয়েছে।

এমনকি ঘটনার দুইদিন পর উক্ত মাসুদ বিশ্বাস, তার ভাই মুন্নাফ বিশ্বাস, মারুফ বিশ্বাসসহ কতিপয় সহযোগীরা ফরিদ রানার বাড়ির সামনে গিয়ে পরিবারের সদস্যদের সামনে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করেন। প্রতিবাদ করতে গেলে তারা ফরিদ রানার ভাই রফিকুল ইসলামের উপর আক্রমনের উদ্যোত্ত¡ হয়। ঘটনার দায়ে সাংবাদিক ফরিদ রানা গত ২৭/৬/২০১৯ ইং তারিখে বটিয়াঘাটা থানায় একটি সাধারণ ডাইরী করেন, যার নম্বর-১১১০।

এ ব্যাপারে ফরিদ রানা বলেন, উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক ব্যবসা সংক্রান্ত মামলা এবং অন্যের জমি দখল, মানব পাচার, সাধারণ মানুষকে হয়রানিসহ বহু অপকর্মের অভিযোগ রয়েছে। সুরখালী ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শেখ জাহান আলী হত্যা মামলার আসামী ছিলো তারা সকলে। একজন সাংবাদিক হিসেবে বিভিন্ন সময়ে তাদের এসকল অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ এবং সংবাদ প্রকাশ করায় তারা আমার উপর ক্ষিপ্ত। যার ধারাবাহিকতায় তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও হুমকি-ধামকি প্রদান করছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *