January 21, 2025
আঞ্চলিক

সাংবাদিক পান্নুর সাথে ঘটা অনাকাঙ্খিত ঘটনা ত্রি-পক্ষীয় বৈঠকে মিমাংসা

খবর বিজ্ঞপ্তি

বেসরকারি টেলিভিশন ‘একাত্তর’ এর খুলনা ব্যুরো প্রধান মো: রকিব উদ্দিন পান্নু পেশাগত দায়িত্ব পালনকালে গত ৫ জানুয়ারী খুলনা ওয়াসা’র ঠিকাদারদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে সৃষ্ট বিরোধ মিমাংসার লক্ষ্যে গতকাল রবিবার বিকেলে নগর ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে এক ত্রি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ওয়াসা’র পক্ষ থেকে জানানো হয়, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়ী পুলিশ সদস্যরাও শাস্তি পেয়েছেন। ভবিষ্যতে এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সিটি মেয়র সকলকে দায়িত্বপূর্ণ ভ‚মিকা পালনের আহবান জানান। এ সময়ে ওয়াসা’র ব্যবস্থপনা পরিচালক অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন।

সভায় খুলনা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ পিইঞ্চ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সভাপতি এস এম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মো: সাহেব আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মো: মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক মো: সাইদুজ্জামান স¤্রাট, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান মো: রকিব উদ্দিন পান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *