সাংবাদিক পান্নুর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
খুলনার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে অবিলম্বে খুলনার চিহ্নিত প্রতারক, আদালত কর্তৃক একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসাদুজ্জামান জালালকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে খুলনার সাংবাদিকরা। একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর নামে দায়ের করা ভিত্তিহীন ভুয়া মামলা প্রত্যাহার, অব্যাহত অপপ্রচার বন্ধ এবং ভুয়া মামলাবাজদের গ্রেপ্তারের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা এগারোটার দিকে খুলনার প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ে খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি এবং খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানায়, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুনিল দাসের সভাপতিত্বে মানবন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে অন্যানের মধ্যে বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যা, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, আবু হাসান, এসএম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা, মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগ, টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শামিমুজ্জামান, সাংবাদিক মাহাবুবুর রহমান মুন্না, আমিরুল ইসলাম, আসাদুজ্জামান রিয়াজ, নিয়ামুল হাসান কচি, আজিজুল ইসলাম এবং রকিব উদ্দিন পান্নুসহ সাংবাদিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডের আহবায়ক অধ্যাপক আলমগীর কবির, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আবু হানিফ, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ