সাংবাদিক পান্নুর উপর হামলাকারীদের বিচারের দাবিতে নগরীতে মানববন্ধন
দ: প্রতিবেদক
খুলনা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য, খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও একাত্তর টিভি’র খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর উপর হামলাকারীদের বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। মানববন্ধন পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না ও নির্বাহী সদস্য মো. রাশিদুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সদস্য অমল সাহা, শেখ দিদারুল আলম, মুহাম্মদ আবু তৈয়ব, সামছুজ্জামান শাহীন, কৌশিক দে, শেখ মাহমুদ হাসান সোহেল, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচ এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাপ্পী খান, প্রেসক্লাবের ইউজার সদস্য বাবুল আকতার, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এসএম মোস্তাফিজুর রহমান।
সংহতি জানিয়ে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা অসিত বরণ বিশ্বাস, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোশাররফ হোসেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। বক্তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।