সাংবাদিক পংকজ কর্মকারের পরলোকগমন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি ও বাগেরহাট সদর রাখালগাছী গ্রামের পংকজ কর্মকার (৫১) সোমবার বেলা ১১টায় আকস্মিক হৃদক্রিয়া বন্দ হয়ে পরলোকগমন করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বিকেলে উৎকুল গ্রামের তার নিজস্ব বাড়ীতে দাফন কার্যাদী সম্পন্ন হয়েছে। সে রাখালগাছী গ্রামের মৃত নির্মল কর্মকারের পুত্র। সে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
তার মৃত্যুর খবর পেয়ে খুলনা-বাগেরহাট ও ফকিরহাটসহ বিভিন্ন স্থানের সাংবাদিকবৃন্দরা তার বাড়ীতে উপস্থিত হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের লোকজন তাকে এক নজর দেখার জন্য তার বাড়ীতে উপস্থিত হন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেনা জ্ঞাপন করেছেন ফকিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক পংকজ কর্মকার গত ৯ মে বেতাগার একটি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করে বাড়ীতে ফেরার পথে মটরসাইকেল দুর্ঘটনায় পতিত হন। এরপর তিনি বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন শেষে সোমবার সকালে বাড়ীতে ফেরার কিছু সময় পর আকস্মিক হৃদক্রিয়া বন্দ হয়ে মারা যান।