সাংবাদিক নাদিমের অকাল মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
খবর বিজ্ঞপ্তি
দক্ষিণাঞ্চল প্রতিদিন এর স্টাফ রিপোর্টার নাদিম উল আলম এর অকাল মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিবৃতিদাতারা হলেন খুলনা সাহিত্য পরিষদের এ্যাড. আব্দুলাহ হোসেন বাচ্চু, রেজানুল হক মানিক, জাতীয় কবি নজরুল গবেষণা পরিষদের নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, শেখ মনিরুজ্জামান লাভলু, খুসাসের স ম হাফিজুল ইসলাম, আসাদুজ্জামান মিথুন, আলীজ একাডেমি’র হাফেজ মাওলনা এম এ হাবিব, নাগরিক ফোরাম ২৭নং ওয়ার্ড কমিটির পক্ষে জমশের আলী খোকন ও ডা. সৈয়দ আলী হাফিজ, ইকরা ইসলামী পাঠাগারের পক্ষে আলী আহমেদ।