সাংবাদিক তারেকের উপর হামলার চেষ্টা, জিডি
খানজাহান আলী থানা প্রতিনিধি
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার খানজাহান আলী থানা প্রতিনিধি সাংবাদিক মো: সাইফুল্লাহ তারেকের উপর বৃহস্পতিবার রাতে সন্তাসীরা হামলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তিনি অল্পের জন্য স্থান ত্যাগ করে রক্ষা পেয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় সাধারণ জিডি হয়েছে।
সাংবাদিক তারেক জানান, বৃহস্পতিবার রাত সোয়া আট টায় পেশাগত কাজ শেষে ফুলবাড়ীগেট থেকে গিলাতলা নিজ বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে বাদামতলা পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে বীট পার হওয়ার জন্য মটরসাইকেলের গতি কমালে পিছন থেকে অজ্ঞাত ৭/৮ জন সন্ত্রাসী আমাকে ধাওয়া করে গালিগালাজ করতে থাকে। সন্ত্রাসীদের ভয়ে আমি গাড়ী দুত্ব টেনে চলে আসি। এ বিষয়ে খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়রী করেছি যার নং- ৭৪৫, তাং: ১৮/০৪/২০১৯ইং।