December 24, 2024
আঞ্চলিক

সাংবাদিক ডিএম রেজা সোহাগকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

দ: প্রতিবেদক

খুলনায় ডি, এম রেজা সোহাগ নামে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে নগরীর খালিশপুর থানায় সাধারণ ডায়রী করেছেন তিনি। সাংবাদিক ডি,এম রেজা সোহাগ খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তন পত্রিকার বার্তা সম্পাদক ও খুলনা ক্রাইম রিপোটার্স এসোসিয়শনের সহ-সভাপতি।

জানা গেছে, নগরীর গোয়ালখালি মোড় এলাকার নিজ বাড়ির দ্বিতীয় তলার দুটি কক্ষ মো. লাবিদ মোল্লা নামে এক ব্যাক্তিকে ভাড়া দেন। কিছুদিন পরে ভাড়া নিয়ে টালবাহানা ও বিভিন্ন সমস্যার কারনে তাকে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি বাড়ি না ছেড়ে বিভিন্ন অজুহাত সৃষ্টি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ি ছাড়ার চূড়ান্ত নোটিশ দিলে ভাড়াটিয়ার সাথে সাংবাদিক সোহাগের কথাকাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১২টা দিকে ভাড়াটিয়া লাবিদ মোল্লার ভাই মো. তারেক ওরফে কালা তারেক ওই বাড়িতে এসে বাড়ি ছাড়তে অপরাগতা প্রকাশ করে। এ সময় তিনি বাড়ি ছাড়ার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন। বাড়াবাড়ি করলে তিন দিনের মধ্যে লাশ ফেলে দেবেন বলে হুমকি দেন। এ সময় বাড়িতে সাংবাদিক সোহাগের বৃদ্ধ বাবা-মা আতংকিত হয়ে পড়েন। পরে এ বিষয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়রী করেন তিনি।

খালিশপুর থানার ওসি (তদন্ত) সাব্বিরুল আলম জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রী হয়েছে। তদন্ত করে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *