December 29, 2024
আন্তর্জাতিক

সাংবাদিক খাশোগি হত্যা মামলার বিচার শুরু

দক্ষিণাঞ্চল  ডেস্ক
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রথম দফা শুনানি হয়ে গেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে বৃহস্পতিবার এ মামলার প্রথম শুনানি হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। রিয়াদের একটি আদালতে হত্যাকাণ্ডের দায়ে ১১ সন্দেহভাজনের বিচার শুরু হয়। সৌদি সাংবাদিক জামাল খাশোগি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রদায়ক ছিলেন।
গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বিয়ের কাগজপত্র আনতে তিনি কনস্যুলেট কার্যালয়ে গিয়েছিলেন। এর পর বিভিন্ন পরস্পরবিরোধী ব্যাখ্যা দেয়ার পর সৌদি আরব স্বীকার করেছে, তাকে কনস্যুলেটের ভেতর হত্যা করা হয়েছে। তুরস্ক বলছে, সৌদি শীর্ষ কর্মকর্তার নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে পাঁচ সন্দেহভাজন আসামিকে ফাঁসির সুপারিশ করেছে সৌদি আরব।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *