সাংবাদিক উত্তম মণ্ডলের জমজ শিশুর মৃত্যু : শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সদস্য ও দৈনিক প্রথম আলো পত্রিকার খুলনা প্রতিনিধি উত্তম মণ্ডল’র জমজ শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
গত ১০ জানুয়ারি রাত ৮টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে জমজ শিশুর জন্ম দেন উত্তম মণ্ডলর স্ত্রী চম্পা রপ্তান। শুরু থেকেই শিশু দু’টি অসুস্থ থাকায় আদ্-দ্বীন হাসপাতালে এনআইসিইউ-তে রাখা হয়। সেখান থেকে গত ১৯ তারিখে শিশু দুটিকে খুলনা শিশু হাসপাতালে আনা হয়। শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জানুয়ারি রাত পৌনে ৮টার দিকে একটি শিশু মৃত্যুবরণ করে এবং আজ রবিবার দুপুর ১.৩০ মিনিটের দিকে অপর শিশুটিও মৃত্যুবরণ করে।
কেইউজে : শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাদের আত্মার শান্তি কামনা করেন। বিবৃতিদাতারা হলেন সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা।