December 22, 2024
আঞ্চলিক

সাংবাদিক আসাদুজ্জামান রিয়াজের মাতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাবেক নির্বাহী সদস্য, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সদস্য, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য, দৈনিক খুলনা টাইমস এর নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের মাতা আলেয়া বেগম (৭০) গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

কেইউজে : বিবৃতিদাতারা হলেন সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা।

দৈনিক খুলনা টাইমস : বিবৃতি দিয়েছেন দৈনিক খুলনা টাইমস এর প্রধান উপদেষ্টা এসএস কবির উদ্দিন বাবলু, প্রধান সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, ব্যবস্থাপনা সম্পাদক ডা. এমবি জামান, সম্পাদক ও প্রকাশক সুমন আহমেদ, যুগ্ম-সম্পাদক ইয়াসিন আরাফাত, বার্তা সম্পাদক ফারহা শেখ, বিশেষ প্রতিবেদক শেখ মোহাম্মদ আলী, নগর সম্পাদক লাবণী আক্তার, প্রধান প্রতিবেদক শেখ সজিব আহমেদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার আহমেদ, সহ-সম্পাদক সুমাইয়া আক্তার সহ কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

খুলনা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন : বিবৃতিদাতারা হলেন কেসিআরএ’র সভাপতি এইচ এম আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ, এসএম কামাল হোসেন ও সুমন আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, যুগ্ম-সম্পাদক বিমল কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক নূর হাসান জনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকসুদ আলী, কোষাধ্যক্ষ এমএ জলিল, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম নূর, প্রচার সম্পাদক জয়নাল ফরাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, পাঠাগার সম্পাদক শিশির রঞ্জন মল্লিক, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, আহমদ মুসা রঞ্জু, কামরুল হোসেন মনি ও মামুন খান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *