January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

সাংবাদিক আবু তৈয়ব’র নিঃশর্ত মুক্তির দাবী নগর বিএনপির

খবর বিজ্ঞপ্তি
ডিজিটাল নিরাপত্তা আইনের নামে স্বাধীন ও বিরোধী মত দমনের কালো কানুনে খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি, এনটিভির ব্যুরো প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নে সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আবু তৈয়েব মুন্সির বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলা দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি।
প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সরকারি দলের রাজনৈতিক জনপ্রতিনিধি ক্ষমতার অপব্যবহার করে বিতর্কিত ব্যবসায়ীর পার্টনার হিসেবে তার ব্যবসা প্রতিষ্ঠানের শুল্ক ফাঁকির ঘটনা ধামাচাপা দিতে তৈয়ব মুন্সির মতো একজন সিনিয়র সাংবাদিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতনের ঘটনা খুলনাবাসী ও সাংবাদিক সমাজ কখন মেনে নেবে না। বিবৃতিতে নেতৃবৃন্দ তালুকদার আব্দুল খালেককে অবিলম্বে বিতর্কিত ব্যবসায়ী আমজাদ হোসেন’র সাথে তার ব্যবসায়ীর সম্পর্ক ও কাস্টমস শুল্ক ফাঁকি ঘটনা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা খুলনা জনগনের সামনে তুলে ধরার আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেন নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *