সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মোংলায় মানববন্ধন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পেশাগত দায়িত্ব পালনকালে খুলনায় ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোটার রকিব উদ্দিন পান্নুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানববন্ধন পালন করেছেন মোংলার সাংবাদিকরা। সকাল ১১টায় মোংলা পৌর শহরের চৌধুরী মোড়ে এ মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
এতে বক্তব্য রাখেন মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ হাসান গাজী, সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আমির হোসেন আমু এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নুর আলম শেখ প্রমুখ। এ মানবন্ধনে বক্তরা হামলাকীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবিসহ ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারী রেববার সকালে খুলনা ওয়াসার ঝুঁকিপূর্ণ পাইপ লাইনের সংবাদ সংগ্রহ করতে গেলে চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক রকিব উদ্দিন পাণœুর উপর অতর্কিত হামলা ও মারধরসহ ক্যামেরা কেঁড়ে নেয় এবং ভেঙ্গে ফেলে দেয়। এ অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা আহত সাংবাদিক পান্নুকে হাসপাতালে না নিয়ে হাতকড়া পড়িয়ে টানাহেচড়া করে।