সাংবাদিকদের সাথে ডিআইজির মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম-বার গতকাল রবিবার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিতি হন। খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী।
এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় ও মামুন রেজা, সাবেক সদস্য সচিব মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোঃ মোস্তফা সরোয়ার ও মোস্তফা জামাল পপলু, সদস্য শেখ দিদারুল আলম, মোজাম্মেল হক হাওলাদার, বিমল সাহা, সাংবাদিক অভিজিৎ পাল প্রমুখ।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম ও মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল, সহকারী সম্পাদক শেখ মাহমুদ হাসান সোহেল, নির্বাহী সদস্য এস এম সাহিদ হোসেন, এস এম ফরিদ রানা, সোহেল মাহমুদ ও কৌশিক দে, ক্লাব সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ আনিসউদ্দিন, এস এম কামাল হোসেন, দেবব্রত রায়, এইচ এম আলাউদ্দিন, বুলু আহমেদ, শেখ শামসুদ্দীন দোহা, ইউজার সদস্য রীতা রানী দাস, শশাংক শেখর স্বর্ণকার, মোঃ নুর ইসলাম (রকি), মো. আজিজুল ইসলাম, প্রবীর কুমার বিশ্বাস, কাজী ফজলে রাব্বী শান্ত, শেখ আব্দুল হামিদ, তিতাস চক্রবর্তী, নাজমুল হক পাপ্পুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিনকে খুলনা প্রেস ক্লাব নেতৃবৃন্দ ফুলদিয়ে শুভেচ্ছা জানান এবং ক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।