সাংবাদিকদের সাথে আইএসপিআর পরিচালকের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেঃ কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ বৃহস্পতিবার দুপুরে খুলনার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
এ সময়ে উপস্থিত ছিলেন আইএসপিআর এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মী ও গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, সহকারী সম্পাদক আহমদ মুসা রঞ্জু, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, সদস্য মোঃ হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, হেদায়েৎ হোসেন মোল্লা, মোঃ আমিরুল ইসলাম, ক্লাবের ইউজার সদস্য হাসান আল মামুন, দিলীপ কুমার বর্মণ, মো: হেলাল মোল্লাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ