সাংবাদিকদের নববর্ষের ভাতা প্রদানের দাবি কেইউজে’র
গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা প্রদানের দাবি জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নেতৃবৃন্দ। গণমাধ্যমকর্মীদের এই উৎসব ভাতা প্রদানের জন্য স্থানীয় পত্রিকার মালিক-কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন তারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী বাংলা নববর্ষ উপলক্ষে ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা প্রবর্তন করেন। এ প্রেক্ষিতে বিভিন্ন সরকারী-বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তিমালিকাধীন প্রতিষ্ঠান কর্মরতদের বৈশাখী ভাতা প্রদান শুরু করে।
প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে সম্মান দেখিয়ে খুলনার সকল মিডিয়ার মালিকদের প্রতি কর্মরত সকল সাংবাদিকদের বৈশাখী ভাতা প্রদানের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, মহেন্দ্র নাথ সেন, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা।