সহজ ট্রাক ও রানার মোটরস লিমিটেডের চুক্তি স্বাক্ষর
খবর বিজ্ঞপ্তি
গত ৩০ জানুয়ারি ২০২০ সহজ ট্রাক এবং রানার মোটরস লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর হয়েছে; চুক্তি অনুসারে সহজ ট্রাক রানারের লজিস্টিক সাপোর্ট পার্টনার হিসাবে কাজ করবে।
সহজ এর বাস ও ট্রাক বিভাগের পরিচালকশাকিল জোয়াদ রহিম, এবং হেমন্ত কুমার, জিএম, অপারেশন (টেকনিক্যাল), রানার মোটরস লিমিটেড, তোফায়েল আহমেদ মজুমদার, এজিএম, ট্রাক বিভাগ, সহজ এর এই চুক্তি স্বাক্ষরিতে সহজের পক্ষে উপস্থিত ছিলেন মাহফুজ আহমেদ, অধিগ্রহণের প্রধান, ও আনিজা বেগ, ম্যানেজার, কর্পোরেট বিক্রয়, ট্রাক বিভাগ। রানারের পক্ষে ক্যাপ্টেন এল কে তৌহিদুর রহমান, (অবসরপ্রাপ্ত) উপ-মহাব্যবস্থাপক, প্রশাসন, রানার মোটরস লিমিটেড; এবং মোঃ শাহ আলম, ডেপুটি ম্যানেজার, প্রশাসন, রানার মোটরস লিমিটেড।