সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছে – রূপসায় জেলা প্রশাসক
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। এ কারনে বর্তমান সরকার তথ্য প্রযুক্তিখাতে ব্যাপক অর্থ ব্যয় করছে। তিনি আর ও বলেন শেখ হাসিনা সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশকে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে। তাই তথ্য প্রযুক্তিকে কোন ভাবে স্বীকার না করে উপায় নেই।
গতকাল সোমবার এসডিজি ম্যাপিং ও ইউনিয়ন পরিষদকে শতভাগ ডিজিটালাইজ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে উন্নতিকরণ প্রকল্পের আওতায় শ্রীফলতলা ইউনিয়ন পরিষদকে ডিজিটালাইজড ইউনিয়ন পরিষদে উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনলাইন ইউপি এ্যাসেসমেন্ট ফার্ম লিঃ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠান সভাপতিত্ব করেন শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ ইসহাক সরদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার খুলনার উপ-পরিচালক ইশরাত জাহান, পিআইডির উপ প্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুষ্মিতা সাহা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, অনলাইন ইউপি এ্যাসেসমেন্ট ফার্ম লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু নাছের।
খুলনা বেতারের উপস্থাপক শেখ আসাদুজ্জামান মিথুনের পরিচালনায় বক্তৃতা করেন জেলা তথ্য কর্মকর্তা মইন উদ্দিন, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, ইউএনডিপির ডিএফও মোঃ ইকবাল হোসেন, অনলাইন ইউপি এ্যাসেসমেন্ট ফার্ম লিঃ এর জিএম কে এম আলী হায়দার বুলবুল, ইউপি সদস্য আয়শা আক্তার রিপা, শেখ সাইদুর রহমান, মোকসেদ আলী, মিহির কুমার পাল প্রমুখ। এরপর তিনি জেলা প্রশাসক গ্রীন বেল্ট প্রকল্পের আওতায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে আঠারবেকি নদীর পাদদেশে চাঁদপুর এবং আলাইপুরে বৃক্ষ রোপন করেন।