সরকার ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ : জিএম কাদের
দক্ষিণাঞ্চল ডেস্ক
মহামারী আকার নেওয়া ডেঙ্গু মোকাবেলায় সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গতকাল শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কাদের বলেন, আমি দেখি ঢাকার মানুষ আতঙ্কিত। মশা দেখলেই ভয় পাচ্ছে। কারণ জ্বর হলে ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু হলে মানুষ মারা যাচ্ছে।
এই আতঙ্কিত মানুষকে রক্ষা করা সরকারের দায়িত্ব উলেখ করে তিনি বলেন, আমরা অসহায় হয়ে থাকবো আর প্রতিদিন ডেঙ্গু বাড়বে কিছুই করতে পারবো না, এটা হতে পারে না। এই মহামারী অবস্থা ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার ছোট ভাই জিএম কাদের পার্টির চেয়ারম্যান হিসেবে এটি কুড়িগ্রামে প্রথম সফর।
জাতীয় পার্টির বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, জাতীয় পার্টির মধ্যে প্রতিযোগিতা আছে, তবে কোন দ্ব›দ্ব নেই। পরে জিএম কাদের পাঁচশ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, জেলা জাতীয় পার্টির আহŸায়ক সাবেক এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম-২ আসনের জাপা সাংসদ পনির উদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) আসাফু উদ দৌলা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।