সরকারের খাতায় কক্সবাজার এখন ‘ব্যয়বহুল’ শহর
পর্যটন নগরী কক্সবাজারকে সরকার ‘ব্যয়বহুল শহর’ ঘোষণা করেছে, যার ফলে সাগর তীরের এ শহরে দায়িত্বপালনরত সরকারি চাকুরেরা এখন থেকে মহানগরের সমান হারে বিভিন্ন ভাতা পাবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার কক্সবাজার শহর ও পৌর এলাকাকে ‘ব্যয়বহুল’ স্থান ঘোষণা করে এই আদেশ জারি করে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, “নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্যান্য ভোগ্যপণের মূল্য বিবেচনায় সরকার দেশের অন্যতম পর্যটন শহর কক্সবাজারের শহর/পৌর এলাকাকে ‘ব্যয়বহুল শহর’ হিসেবে ঘোষণা করেছে।”
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি বেতনকাঠামোতে অঞ্চলভেদে সুযোগ-সুবিধার ভিন্নতা আছে। ঢাকা বা চট্টগ্রামের মত মহানগরে একজন সরকারি কর্মচারী যে হারে বাড়া ভাড়া পান, অন্য জেলা শহর বা উপজেলায় সেই হার কমে আসে। যানবাহন ভাড়া, খাদ্য, পোশাকসহ অন্যান্য ভাতার ক্ষেত্রেও এই তারতম্য হয়।
নতুন এই আদেশের ফলে কক্সবাজারে কর্মরত সরকারি চাকুরেরাও মহানগরের হারে বিভিন্ন ভাতা পাবেন। তবে সাধারণ নাগরকিদের ক্ষেত্রে এ আদেশের কোনো কার্যকারিতা থাকবে না বলে কর্মকর্তাদের ভাষ্য।