সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ধরে রাখতে হবে : প্রধানমন্ত্রীর একান্ত সচিব
তেরখাদা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে উন্নয়নের চরম শেখরে পদার্পণ করছেন। দেশের গরীব ও অসহায় মানুষকে নানা প্রকার ভাতা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শেখ হাসিনার দৃঢ় প্রতিজ্ঞা, দেশের মানুষ আর না খেয়ে মরবে না, ভূমিহীন গরীব মানুষেরা গৃহহীন থাকবে না। শেখ হাসিনার বৈপ্লবিক পদক্ষেপে আজ দেশের ঘওে ঘওে বিদ্যুতের সেবা পৌছে গেছে।
তিনি বলেন, জনপ্রতিনিধিরা যদি গরীবের ভাতায় ভাগ বসায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি সরকারের উন্নয়ন ধরে রাখতে সকল মহলের সহযোগিতা কামনা করেন।
তিনি গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সরকারি-বেসরকারি বিভিন্ন ভাতাভোগী নারীদের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিপরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হোসেন আলী খন্দকার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, দিঘলিয়া উপজেলা আওয়াম ীলীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন ও তেরখাদা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২০১৮-২০১৯ অর্থ বছরের আশ্রয়ণ-০২ প্রকল্পের আওতায় তেরখাদা ইউনিয়নে “যার জমি আছে ঘর নেই” ঘরের উদ্বোধন করেন এবং তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বুক কর্ণারের উদ্বোধন করেন। পরে পঞ্চপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওয়াশ বøকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।