December 30, 2024
আঞ্চলিক

সরকারের উন্নয়নে ঈর্ষান্নিত হয়ে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে – রূপসায় এমপি সালাম মূশের্দী

 

রূপসা প্রতিনিধি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, তিনি বলেন গ্রামের তৃণমূল পর্যায়ের উন্নতি না হলে দেশের উন্নতি আশা করা যায় না। এ কারনে বর্তমান সরকার গ্রামের অবকাঠামোগত উন্নয়ন সহ নানাবিধ ভাতা প্রদান করে দেশকে বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করেছে। কিন্তু বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষান্নিত হয়ে বিএনপি সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং সে মোতাবেক নানাবিধ অপকর্ম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক, যুদ্ধাপরাধী, অবৈধ সম্পদ অর্জনকারী যেই হোক না কেন কোন কিছুর বিনিময়ে তাদেরকে ছাড় দেওয়া হবে না। দেশে এখন শুদ্ধি অভিযান চলছে। এ অভিযানে দলমত নির্বিশেষে বিচারিক পদ্ধতি অবলম্বন করা হবে।

তিনি গতকাল সোমবার রূপসা উপজেলার সামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুষ্মিতা সাহা, জেলা কৃষকলীগ সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, রূপসা থানা অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন, রূপসা কলেজের অধ্যক্ষ ফ. ম আ. সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মি. বাংলাদেশ আজাদ আবুল কালাম। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক মো: হায়দার আলী।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে এবং শিক্ষক প্রদীপ পালের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোরশেদুল আলম বাবু, আরিফুর রহমান মোল্যা, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, চঞ্চল মিত্র, ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ, আলহাজ্ব ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল, সাধন অধিকারী, আওয়ামীলীগ নেতা ওয়াহিদুজ্জামান মিজান, আক্তার ফারুক, আব্দুল মান্নান, নাসির শেখ, মোতালেব হোসেন, নাসির হোসেন সজল, হায়দার আলী খান রাজু, আলহাজ্ব শাহজান শেখ, আক্তার ফারুক, বাদশা মিয়া, দিদারুল ইসলাম, সরদার জসিম উদ্দিন, শেখ লুৎফর রহমান, তাহিদুল ইসলাম মোল্যা, সরদার আবুল কালাম আজাদ প্রমুখ। এর পূর্বে এমপি সালাম মূর্শেদী প্রধান মন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তার কর্মসূচির আওতায় রূপসা উপজেলা আদিবাসী উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লি: এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ৩০টি বাই সাইকেল এবং ৭০ জনকে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এছাড়া তিনি দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হেরিং বোড নির্মাণ কর্মসূচির আওতায় নৈহাটী দক্ষিণপাড়া এলাকায় ৫৪ লক্ষ ৯২ হাজার টাকা ব্যয়ে ইটের সলিং নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং বাগমারা আল আকসা আলিম মাদ্রাসায় ৪ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি সন্ধ্যায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন ঘোষণা করেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *