সরকারী শাহপুর মধুগ্রাম কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন
ডুমুরিয়া প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে ডুমুরিয়ার সরকারী শাহপুর মধূগ্রাম কলেজে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল বুধবার আলোক সজ্জিত রঙ্গিন পরিবেশে ‘সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে দিন ব্যাপী কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো, উদ্বোধনী সঙ্গীত, পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তীর শুভ সূচনা হয়।
দুপুরে নামাজ ও মধ্যাহৃ ভোজ বিরতি শেষে শুরু হয় বরেণ্য ব্যক্তিদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘স্মৃতিকথা’। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আলো আমার আলো’ পরিবেশনার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও সরকারী শাহপুর মধুগ্রাম কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ শেখ আব্দুল জলিল, খুলনা জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, জিএম আশরাফুল ইসলাম, গাজী তৌহিদ আহম্মেদ, ডা. দীন মোহাম্মাদ খোকা, লে: কর্ণেল খিজির খান, এছাড়া অন্যান্যদের মদ্যে উপস্থিত ছিলেন ১নং ধামলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজোয়ান হোসেন মোল্যা, ১২নং রংপুর ইউপি চেয়ারম্যন বাবু রাম প্রসাদ জোয়ার্দারসহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ১৪৪ পৃষ্ঠা সম্বলিত ‘বিজয়’ নামে বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয়।