December 23, 2024
জাতীয়

সরকারি হল আরও ৪ মাধ্যমিক বিদ্যালয়

দক্ষিণাঞ্চল ডেস্ক
আরও চারটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয়করণ করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। গতকাল রোববার থেকে এসব বিদ্যালয়কে সরকারি করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সিলেটের দক্ষিণ সুরমার রেবতী রমন দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, ল²ীপুরের রায়পুর মার্চেন্টস একাডেমি, চুয়াডাঙ্গার জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং দিনাজপুরের ঘোড়াঘাটের রাণীগঞ্জ দ্বিতীয় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ সরকারি হয়েছে।
আদেশে বলা হয়েছে, সরকারি হওয়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না। যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করছে সরকার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *