সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের ‘সুবর্ণ জয়ন্তী’ আজ
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের ৫০ বছর পূর্তিতে জমকালো পরিবেশে আজ বুধবার কলেজ প্রাঙ্গণে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি থাকবেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উদযাপন কমিটির আহবায়ক ও কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান।