সরকারি বৃত্তি পেয়েছে জেডিসির ৯ হাজার শিক্ষার্থী
দক্ষিণাঞ্চল ডেস্ক
জুনিয়র দাখিল পরীক্ষা-২০১৮ এর ফলের ভিত্তিতে ৯ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে সরকার। এদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৬ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে। আগামী ২ বছর বৃত্তি সুবিধা ভোগ করবে এসব মেধাবী শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জেলাভিত্তিক তালিকা সব জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।
মেধাবৃত্তিপ্রাপ্ত ৩ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসে ৪৫০ টাকা দেবে সরকার। আর বার্ষিক হারে প্রত্যেক শিক্ষার্থীকে ৫৬০ টাকা করে দেওয়া হবে। অপরদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৬ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ৩০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের বার্ষিক ৩৫০ টাকা করে দেওয়া হবে। ৯ম থেকে ১০ম শ্রেণি, দুই বছর বৃত্তির সুবিধা পাবেন তারা।