January 10, 2025
জাতীয়

সরকারি বৃত্তি পেয়েছে জেডিসির ৯ হাজার শিক্ষার্থী

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

জুনিয়র দাখিল পরীক্ষা-২০১৮ এর ফলের ভিত্তিতে ৯ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে সরকার। এদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৬ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে। আগামী ২ বছর বৃত্তি সুবিধা ভোগ করবে এসব মেধাবী শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জেলাভিত্তিক তালিকা সব জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

মেধাবৃত্তিপ্রাপ্ত ৩ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসে ৪৫০ টাকা দেবে সরকার। আর বার্ষিক হারে প্রত্যেক শিক্ষার্থীকে ৫৬০ টাকা করে দেওয়া হবে। অপরদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৬ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ৩০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের বার্ষিক ৩৫০ টাকা করে দেওয়া হবে। ৯ম থেকে ১০ম শ্রেণি, দুই বছর বৃত্তির সুবিধা পাবেন তারা।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *