সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের নবীনবরণ
খবর বিজ্ঞপ্তি
সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, মির্জা ইব্রাহিম ও বেগম হাজেরা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর হারুনর রশীদ।
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মির্জা ইব্রাহিম ও বেগম হাজেরা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের প্রতিষ্ঠাতা ডা: হোসনেয়ারা হক পিনু, থানা শিক্ষা অফিসার আব্দুল মমিন, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মির্জা রেজাউল হোসেন, মির্জা তরিকুল ইসলাম প্রমুখ। স্বাগত জানান সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার। অনুষ্ঠানে মির্জা ইব্রাহিম ও বেগম হাজেরা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ বিতরণ করা হয়।