সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিভিন্ন স্থাপনার নামকরণ ফলক উন্মোচন
খানজাহান আলী থানা প্রতিনিধি
ফুলবাড়ীগেট তেলিগাতীতে অবস্থিত খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিভিন্ন স্থাপনার নামকরণ ফলক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে বঙ্গবন্ধু কর্ণার, মুক্তিযুদ্ধ কর্ণার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোস্টেল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হোস্টেল, শেখ সায়েরা খাতুন চত্বর, শেখ হাসিনা আইসিটি ভবন. শেখ রাসেল হোস্টেল, শেখ কামাল খেলার মাঠ, বাইতুল হামদ্ জামে মসজিদ এবং সুন্দরবন অতিথি ভবন নামকরণ সম্বলিত ফলকের উন্মোচন করেন শ্রমও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. রেজাউল করিমের সভাপতিত্বে নামকরণ ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহযোগি অধ্যাপক বিপ্লব রহমান, সাইফুর রহমান, প্রভাষক বিধান চন্দ্র রায়, সাজ্জাদ হোসেন খান, দিলিপ কুমার বিশ্বাস, মো. এমলাক ঢালী, আমিনুল ইসলাম মুন্না, বেগ লিয়াকত আলী, শেখ আনিসুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. ইউসুফ আলী খলিফা, মুক্তিযোদ্ধা এয়ার আলী মোল্যা, জি,এম এনামুল কবির, কাজী শহিদুল ইসলাম পিটো, মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ফলক উন্মোচন শেষে দোয়া পরিচালনা করেন ক্যাম্পাসের জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রায়হান উদ্দিন।