সরকারি কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ মার্চ) সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানানো হয়েছে ওই তথ্য বিবরণীতে। করা হয়।