October 18, 2024
আঞ্চলিক

সরকারি কর্মচারীদের পরিমিত জীবন যাপন করতে হবে- বিভাগীয় কমিশনার

তথ্য বিবরণী

খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিমিত জীবন যাপান করতে হবে। জনসেবাকে জনবান্ধব করতে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল রবিবার সকালে খুলনা আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি কর্মচারিদের  ১৪ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, পেশাগত কাজ দায়িত্ব ও নিষ্ঠার সাথে পালনে প্রশিক্ষণ বিশেষ ভূমিকা রাখে। সেবার মানকে উন্নত করতে প্রশিক্ষণ কোর্সগুলো এখন যুগোপযোগীভাবে সাজানো হয়েছে। তিনি বলেন, দেশের মানুষের মাথাপিছু আয়ও যেমন বেড়েছে তেমনি মানুষের গড় আয়ু এখন বৃদ্ধি পেয়েছে। প্রতিটি সরকারি অফিসে আগের তুলনায় কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। সরকারি কর্মচারীদের বেতন-ভাতার টাকা সাধারণ মানুষের ভ্যাট ও ট্যাক্সের মাধ্যমে আসে। তাই তিনি সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা প্রদানের পাশাপাশি তাদের সাথে ভাল আচরণের পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মোঃ তবিবুর রহমান। স্বাগত জানান প্রশিক্ষণের কোর্স পরিচালক মোঃ মঈণ উদ্দিন। খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের ৪১ জন কর্মচারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *