November 26, 2024
জাতীয়শীর্ষ সংবাদ

সরকারি কর্মকর্তাদের ৭৫ লাখ পর্যন্ত গৃহঋণ দেবে ব্র্যাক ব্যাংক

সরকারি কর্মকর্তাদের গৃহঋণ সুবিধা দিতে অর্থ বিভাগের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। ফলে স্থায়ী সরকারি কর্মকর্তারা ভবন নির্মাণ, প্রস্তুতকৃত ফ্ল্যাট বা বাড়ি কিনতে বা গ্রুপ কন্সট্রাকশনের জন্য গৃহঋণ নিতে পারবেন। গৃহঋণের সীমা হবে ২০ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা।

সম্প্রতি প্রতিষ্ঠান দুটি অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দিল আফরোজা, উপ-সচিব নাজনীন সুলতানা ও সিনিয়র সহকারী সচিব মো. শাহিন রেজা এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, ব্যাংকের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন চুক্তির সময়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *