সরকারকে অবিলম্বে পদত্যাগের আহবান মহানগর বিএনপির
খবর বিজ্ঞপ্তি
নানামূখী সংকটে দেশের জনগণ অসহনীয় দুর্ভোগে নাকাল। নুতন করে জ্বালানি তেল সংশ্লিষ্ট সংগঠনসমূহের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে তেল বিক্রি বন্ধ থাকায় যানবাহন চলাচলে মারাত্মক সংকট দেখা দেশের প্রায় সর্বত্র। এঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। গতকাল রবিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ আহŸান জানান। বিএনপি নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নুতন নির্বাচনের ব্যবস্থা করে সংকট নিরসনে উদ্যোগী হওয়ার উদাত্ত আহবান জানান।
বিবৃতিদাতারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদুভাই, নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ্ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, ফকরুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, স ম আবদুর রহমান, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন ও আরিফুর রহমান মিঠু প্রমুখ।