সম্মিলিত সামাজিক আন্দোলন’র শোকসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার বিকেল ৪টায় সম্মিলিত সামাজিক আন্দোলন, খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে সম্মিলিত সামাজিক আন্দোলনের খুলনা মহানগর শাখার আহŸায়ক প্রয়াত সাংবাদিক সুবীর কুমার রায় স্মরণে এক শোক সভা দৈনিক পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার যুগ্ম সম্পাদক আরিফুর রহমান বিপ্লব। সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি আহম্মদ আলী খান। সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑঅধ্যাঃ সুজাতা বেগম, অধ্যাঃ মাহবুবুল হক, অধ্যাঃ নজরুল ইসলাম, অধ্যাঃ আবু হোসেন বাবলু, সামজিক আন্দোলনের নেতা তপন কুমার রায়, সাম্যবাদী দলের এফ এম ইকবাল হোসেন, অধ্যক্ষ বদরুল আলম, অধ্যক্ষ এ এস আনিসুর রহমান, পোল্টি সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের খুলনা জেলা আহŸায়ক ডাঃ এনামুল সিদ্দিকী, মহানগর শাখার সদস্য সচিব কামাল হোসেন, সদস্য রেখা বিশ্বাস, মারিয়া প্রমুখ।