December 27, 2024
জাতীয়

সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ বিশ্বের বিস্ময়

দক্ষিণাঞ্চল ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে সেই উচ্চতায় নিয়ে গেছেন, যা আজ বিশ্বের বিস্ময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এই জাতি আঁতুড়ঘরে পথ হারিয়েছিল। শেখ হাসিনা সেই জাতিকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছেন। তার সুযোগ্য নেতৃত্বে আমরা আমাদের হারিয়ে যাওয়া উজ্জ্বল দিন ফিরে পেয়েছি।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির নিরঙ্কুশ বিজয় উদযাপনে আয়োজিত মহাসমাবেশে অভিনন্দনপত্র পাঠে তিনি এসব কথা বলেন।
দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যে ঐতিহাসিক উদ্যানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে মুক্তির শপথ নিয়েছিলেন বাংলার মুক্তিকামী মানুষ, সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে অভিনন্দন জানাই উত্তাল সাগরে প্রগাঢ় অন্ধকারে বাঙালির বাতিঘর জননেত্রী শেখ হাসিনা আপনাকে।
সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে আপনি সেই উচ্চতায় নিয়ে গেছেন, যা আজ বিশ্বের বিস্ময়। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আপনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ দেশ নির্মাণের ব্রত নিয়ে সতর্ক প্রহরীর মতো আপনি জেগে থাকেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারে।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি বলেছিলেন, এই মাটিতে যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে। কথা দিয়ে কথা রাখার রাজনৈতিক সংস্কৃতি আপনি ফিরিয়ে এনেছেন। আপনার দূরদৃষ্টিসম্পন্ন, সৎ-সাহসী বিভায় আজ বাংলাদেশ উদ্ভাসিত। জনগণ তাদের রায়ের মধ্য দিয়ে প্রমাণ দিয়েছেন তারা স্বাধীনতাবিরোধী-সা¤প্রদায়িকতামুক্ত বাংলাদেশের পক্ষে।
আন্তর্জাতিক অঙ্গনে বাঙালি বলে পরিচয় দিতে আজ আমরা অহংকার বোধ করি। দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আপনি আজ ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত। বাংলাদেশকে আরো একটি নতুন শতাব্দীর উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে আপনার গৃহিত ডেল্টা প্ল্যান নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী করেছে। আজ আপনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নন, আপনার উচ্চতা আজ রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্ব নেতৃত্বের কাতারে।
শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা হারিয়ে যাওয়া উজ্জ্বল দিন ফিরে পেয়েছি মন্তব্য করে ওবায়দুল কাদের আরো বলেন, একটি জাতি যখন স্বাধীনতার জন্য উন্মূখ সেসময় বঙ্গবন্ধু এনে দিয়েছিলেন একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি জাতি আঁতুড়ঘরে পথ হারিয়ে ফেলেছিল। শেখ হাসিনা সেই দেশ, সেই জাতিকে স্পর্ধিত সাহস, আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছেন। বিশ্বের বুকে আমরা আবার মাথা তুলে দাঁড়িয়েছি।
শেখ হাসিনার হাত ধরে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করার আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *