সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল
খবর বিজ্ঞপ্ত
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় শহীদ হাদিস পার্কের সামনে থেকে এক বর্ণাঢ্য মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পিকচার প্যালেস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি সনজিত মণ্ডল এবং পরিচালনা করেন মহানগর সংগঠক পুলক মণ্ডল। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ-এর জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, কোহিনুর আক্তার কণা।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সুপ্রভাত কবিরাজ, পল্লিকা মণ্ডল, শামীম রেজা, নভোজ্যোতি সরকার, ম সৈয়দ মারদান, কৌশিক মজুমদার, বিপ্লব মণ্ডল, নাহিদ হাসান, আব্দুল্লাহ আল মামুন, রাজিব বিশ্বাস, মোঃ আবুজার প্রমুখ।