সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
২১ জানুয়ারী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বিকেল ৪টায় খুলনা জেলা শাখার উদ্যোগে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি হাদীস পার্কের সামনে হতে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাদিস পার্কের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা শাখার সভাপতি সনজিত কুমার মণ্ডল সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক নিক্কন দাস। সমাবেশ বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক সুপ্রভাত কবিরাজ, অর্থ সম্পাদক পল্লিকা মন্ডল, স্কুল বিষয়ক সম্পাদক রিপন মল্লিক, খুলনা মেডিকেল কলেজ ছাত্রনেতা কৌশিক মজুমদার, খুলনা কৃষি ইনস্টিটিউটের ছাত্রনেতা শামীম রেজা প্রমুখ।