সমবায় ইনস্টিটিউটে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
তথ্য বিবরণী
খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে তিন দিনব্যাপী গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষিণের উদ্বোধন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সরকার দেশের গ্রামীণ অর্থনীতিকে উন্নত করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আমার বাড়ি আমার খামার প্রকল্প গ্রামের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। বক্তারা এসময় মাদক, সন্ত্রাস এবং বাল্যবিবাহের কুফল তুলে ধরে প্রশিক্ষনার্থীদের সচেতন থাকার পরামর্শ দেন।
খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে অধ্যক্ষ মোহাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপাধ্যক্ষ হাসান মাহমুদ। স্বাগত জানান কোর্স পরিচালক রাধাকান্ত ঘোষ। দিঘলিয়া উপজেলার আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপকারভোগী এবং বিভিন্ন গ্রাম উন্নয়ন সমিতির ৪০ জন প্রশিক্ষনার্থী এতে অংশগ্রহণ করেন যার অধিকাংশ নারী।